প্রমথ চৌধুরী: বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬)। তাঁর আসল নাম প্রমথনাথ চৌধুরী। ‘বীরবল’ ছদ্মনামেও তিনি লিখেছেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার ছিলেন। ছিলেন চলিত গদ্যরীতির প্রবর্তক। তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বাংলা সাহিত্যে নতুনত্ব এনেছিলেন। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দির প্রথম ভাগে সক্রিয় ছিলেন। ‘সবুজপত্র’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনায়ও তাঁর অবদান রয়েছে। তিনি ‘বিশ্বভারতী’ পত্রিকাও সম্পাদনা করেন। প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বিখ্যাত। তাঁর প্রথম প্রবন্ধ ‘জয়দেব’ প্রকাশিত হয় ‘সাধনা’ পত্রিকায় ১৮৯৩ সালে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় রূপবন্ধের সনেট লিখেছেন। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন অসাধারণ কৃতিত্বপূর্ণ। কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফএ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯ সালে দর্শনে বিএ (অনার্স)...
MTC -এর বিভিন্ন এক্টিভ গ্ৰুপ। নিজেকে প্রস্তুত করতে আমাদের সাথে যুক্ত থাকুন। অর্থাৎ এক জায়গায় সব পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার সুন্দর সুযোগ । আপনার প্রয়োজন অনুযায়ী নিচের গ্রূপে জয়েন করুন :- ১) গ্ৰুপ সি ও ডি পরীক্ষার মক টেস্টের জন্য জয়েন করুন :- https://chat.whatsapp.com/GJahUMGongGHo1cRCn5UOZ?mode=ems_copy_t ২) টেট ( প্রাইমারী ও আপার প্রাইমারী) প্রস্তুতির মক টেস্টের জন্য জয়েন করুন:-https://chat.whatsapp.com/GQccKoBthHEAKR2Mi626dx?mode=ems_copy_t
৩) SLST / MSC / WBPSC পরীক্ষার মক টেস্টের জন্য জয়েন করুন :- https://chat.whatsapp.com/E6otGzp8Zsk9HpvirrNQk1?mode=ems_copy_t
৪) INTERVIEW প্রস্তুতির মক টেস্টের জন্য জয়েন করুন :- https://chat.whatsapp.com/DT1cOqbjQCO8fn7WJGSM3j?mode=ems_copy_t৫) Primary Interview Mock -এর জন্য জয়েন করুন :- https://chat.whatsapp.com/GQccKoBthHEAKR2Mi626dx?mode=ems_copy_t
Or whatsapp: - 9046556268

Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com