মানুষ


 

মানুষ নামটা শুনতে ভালো মিষ্টি

সমস্ত বিপদ করে এরাই সৃষ্টি।

                                             বাঘ কখনো বাঘের মাংস খায় না

                                                         সুযোগ পেলে মানুষ কাউকে ছাড়ে না।।


ভালো খারাপ দুজনেই বাঁচে নিজের স্বার্থে

স্বেচ্ছায় করে না কেউ অনুদান পরার্থে।

                                                      যাকে আশ্রয় দিলে মাথায় উঠে বসে

                                                               একটু শাসন করলে হিংসা ক্ষোভ পোষে।।


পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই মানুষ

পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর জীবও এই মানুষ।

                                                    এই মানুষকে খাইয়ে পেট ভরা যায়

                                                  কিন্তু কখনোই বস করা যায় না।।


প্রেম,ভালোবাসা দিয়ে বরণ করতে পারে

সুযোগ পেলেই তারা ছোবল মারে।

                                                    দুঃখ প্রকাশ করে নিজের ক্ষতিতে

                                                             আনন্দ উল্লাস করে অপরের ক্ষতিতে।।

             "একেই বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ জীব।।"


ব্যাখ্যা ও বিশ্লেষণ

মানুষ! এই নামটি নিয়ে অনেকেই অনেক অনেক লিখেছেন। আমিও তাই দেরি না করে একটা ছোটো কবিতা লিখেই ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। কারণ পৃথিবীর সকল জীবদের মধ্যে মানুষই একমাত্র বুদ্ধিসম্পন্ন জীব। ইতিহাস পড়লে দেখতে পাই, আদিম কাল থেকেই মানুষ তার বুদ্ধির পরিচয় দিয়েছে বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে। সেই আদিম কালে মানুষ চাকা আবিষ্কার করেছে সবাই জানেন, পশু শিকার করেছে সবাই জানেন, সুবিধার জন্য জোট বেধেছে সবাই জানেন। এর ধারাবাহিকতা অনেক দিন চলেও ছিলো। কালের পরিবর্তনের সাথে সাথে মানুষের মন, স্বভাব, ভাবনাচিন্তা, দৃষ্টিকোণ, চাওয়া পাওয়া প্রভৃতিও আজ পরিবর্তন হয়েছে। যার ফল বর্তমান সময়ের মানুষ। আর আজ সেই মানুষ নিজের স্বার্থ পূরণ করার জন্য, কেবলমাত্র নিজের স্বার্থ পূরণ করতে অন্যের ক্ষ্তি করতে একবারও ভাবে না, এক পা পিছতেও চাইনা ।


যার মান ও হুস দুই আছে, সেই হলো মানুষ। এই সংজ্ঞা আর আজ নাই। এই নামটা কেবল শুনতেই ভালো। যদিও বাঘ ও মানুষ দুই মেরুর প্রাণী, তবুও বাঘের সঙ্গে মানুষের তুলনা করা যায়।দুই মেরুর প্রাণী, তবুও বাঘের সঙ্গে মানুষের তুলনা করা যায়। বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু মানুষ মাংস না খেলেও নিজ জাতির ক্ষতি করতে ছাড়ে না। দুনিয়াতে ভালো খারাপ দুই মানুষই আছে। কিন্তু সবাই নিজ স্বার্থ বুঝেই চলে। বন্ধুত্বের হাত বাড়ালে মাথায় উঠে বসতে চাই, আবার একটু শাসন করলেই শত্রুতা করে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হতে পারে এবং তাকে খাবার দিয়ে তার পেট ভরা গেলেও তাকে কোনোদিন বসে আনা যায় না। প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আপন করলেও সুযোগ বুঝে ছোবল মারাটাও মানুষের ধর্ম হয়ে গেছে। যদি নিজের কোনো ক্ষতি হয় তবে সবার সামনে দুঃখ করে বেড়াবে আর যদি অন্যের ক্ষতি দেখে তবে মনে মনে আনন্দ মজা করবে। আর হ্যাঁ এটাই মানুষ। সত্যিই মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব - সেটা এখন প্রমাণিত।


তবে যায় হোক, মানুষ খারাপ হলেও সবাই খারাপ নয়। এখনো অনেক মানুষ আছেন যিনি বা যারা অনেক অনেক ভালো, ভালো বললেই  শেষ না, যেটাকে এককথায় বলা হয় প্রকৃত মানুষ। ঠিক আছে আজ এই পর্যন্ত থাক। সবার অন্য একটি বিষয় নিয়ে লিখে আপনাদের জন্য পোষ্ট দিবো।  ধন্যবাদ।


আমার লেখা আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে আমাদের পেজ লাইক ও subscribe করুন এবং আমাদের সাথে যুক্ত হন  ওয়েবসাইটের মাধ্যমে।

Download pdf

Www.everything0365.blogspot.com

 Everything365 | Facebook




No comments:

Post a Comment

If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com

Featured Post

MTC active group for COMPITATIVE EXAMS

  MTC -এর বিভিন্ন এক্টিভ গ্ৰুপ। নিজেকে প্রস্তুত করতে আমাদের সাথে যুক্ত থাকুন। অর্থাৎ এক জায়গায় সব পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার সুন্দর ...