প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
যা চাই কেবল সকল কল্যাণ,
প্রকৃতির মধ্যে বাস করে যে মানুষ
সে কখনোই করে না স্বজনে ফোঁস।
প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
যাকে করে মানুষ সব উৎসবের ত্রাণ,
মানুষে মানুষে বাঁধে যখন বিভেদ
প্রকৃতি করে তাদের চরম নির্দেশ।
প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
কেউ করো না একে কখনো অপমান,
যাতে গরীব বাঁধে সুখের বাসা
সে দেয় না হতে তাদের সর্বনাশা।
প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
যেখানে বাস করলে থাকেনা কোনো ব্যাবধান,
বসবাস করে মানুষ সুখের সাথে
কেউ পরে না কখনো বিপদের ফাঁসে।
"সত্যিই.......
প্রকৃতি আমাদের স্বর্গ, আমাদের প্রাণ।"
ব্যাখ্যা ও বিশ্লেষণ
প্রকৃতি! এই প্রকৃতি শব্দের দ্বারা কেবল গাছ পালা কেই বোঝায় না। সমগ্র বিশ্বকে বোঝায়। এই প্রকৃতি আমাদের আসল জননী। যার ছত্রছায়ায় আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বিশ্ব, আমাদের ভালো সময়, আমাদের মন্দ সময়, আমাদের সকল বিষয় বয়ে চলেছে।
আর এই সামগ্রিক বিষয় টা বোঝানোর জন্যই আমার "প্রকৃতি" কবিতাটি।
প্রকৃতি আমাদের স্বর্গ আমাদের প্রাণ। এই প্রকৃতিই আমাদের জীবন দাতা।
এই প্রকৃতিই আমাদের সর্বদা কল্যাণ করে চললেও আমরা প্রকৃতির প্রতি ততটা সহানুভূতিশীল হতে পারিনি। তবে এটা মানতেই হবে, প্রকৃতির মাঝে যারা জীবন কাটায় তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। সমাজের যত শত উৎসব সবই কিন্তু প্রকৃতির দান। কখনো কখনো প্রকৃতি তার ক্রুদ্ধ চেহারাও দেখাতে ছাড়ে না। কারণ সে যখন রেগে যায় ভয়ঙ্কর ঝড়, ভয়ঙ্কর ধ্বংস লীলা চালায়, প্রবল ক্ষয় ক্ষতি করে, তখন প্রকৃতি হয়ে উঠে ধ্বংসের প্রতীক। কিন্তু তারপরেই আবার যখন সে শান্ত হয়ে যায়, নিজের সরল সহজ চেহারায় ফিরে আসে।পাখিদের মতো গরিবরাও এই প্রকৃতির মধ্যেই নিজেদের জীবন কাটিয়ে ওঠার চেষ্টা করে । প্রকৃতির প্রতি আমাদের সহানু ভূতি , মমতা পরায়ন হওয়া উচিত।
প্রকৃতির মধ্যে যারা জীবন নির্বাহ করে, তাদের মধ্যে কোনো বিভেদ কোনো দিন প্রশ্রয় পাই না । সেখানে মানুষ খুব সুখের সাথে বসবাস করে। কারণ তাদের মন টাও প্রকৃতির মতোই সাদা সিধে সহজ সরল।
সুতরাং, প্রকৃতিকে নিজের মতো করে ভালো বাসলে প্রকৃতিও আমাদের ঠিক ততোটাই ভালোবাসে। এই জননীকে কখনো নষ্ট না করে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রাখতে হবে। তবেই আমাদের আসল কর্তব্য আসল কাজ সার্থক হবে তাই বলা যায় -
" সত্যিই...…..
প্রকৃতি আমাদের স্বর্গ, আমাদের প্রাণ।।"
আমার লেখা আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে আমাদের পেজে যুক্ত হয়ে জান। আমদের ফেশবূক পেজ লাইক করুন এবং আমাদের চ্যানেল SUBSCRIBE করুন। ধন্যবাদ।
WWW.EVERYTHING0365.BLOGSPOT.COM
Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com