Skip to main content

Posts

Showing posts with the label বাংলা স্নাতক

বৈষ্ণব পদাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাংলা অনার্সবৈষ্ণব পদাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাংলা অনার্স Bengali honours boishinob podaboli oti songkhipto questions answer

  বৈষ্ণব পদাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বৈষ্ণব পদাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাংলা অনার্স                     প্রশ্নের মান - ১/২ ১। " গীত চন্দ্রদয় " পদ সংকলন টি কে প্রকাশ করে ? উত্তর:- বিশিষ্ট পদকর্তা ও গ্রন্থ কার নরহরি চক্রবর্তী । ২। " পদকল্পতরু " বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ টির প্রকৃত নাম কি ? গ্রন্থ টির সংকলক কে ? উত্তর:- " গীতকল্পতরু " গ্রন্থটির সংকলক হলেন গোকুলানন্দ সেন । ৩। " পদকল্পতরু " গ্রন্থে কতজন পদ কর্তার কত গুলি পদ স্থান পেয়েছে ? উত্তর:- ১৩০ জন পদকর্তার চার হাজারেরও বেশী পদ স্থান পেয়েছে । ৪। " রসকলিকা " গ্রন্থের সংকলক কে ? উত্তর:- নটবর দাস । ৫। " পদরত্নাকর " গ্রন্থের সংকলক কে ? উত্তর:- কমলাকান্ত দাস । ৬। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থ টির নাম কি ? কবির সহযোগী সম্পাদক কে ছিলেন ? উত্তর:- " পদরত্নাবলী " ১২৯২ বঙ্গাব্দে । কবির সহযোগী সম্পাদক ছিলেন শ্রীশচন্দ্র মজুমদার । ৭। আদি বৈষ্ণব কবি কাকে বলা হয় ? উত্তর:- " গীতগোবিন্দম " এর কবি জয়দেব কে । ৮। " মৈথলীর কোকিল "...

বাগযন্ত্র কি? বাগযন্ত্রের বিভিন্ন অংশের পরিচয় দাও।

  বাগযন্ত্র কি? বাগযন্ত্রের বিভিন্ন অংশের পরিচয় দাও। বাগ যন্ত্র:- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলােকে একত্রে বাগযন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত। বাগযন্ত্রের বিভিন্ন অংশ নিচের ছবিতে দেখানাে হলাে এবং এগুলাের সংক্ষিপ্ত পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরা হলাে। উপভাষা কাকে বলে? কয় প্রকার ও কি কি?? তাদের সীমানা নির্ধারণ কর। ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ বাগযন্ত্রের বিভিন্ন অংশ:- ১)ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উস ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। ২)শ্বাসনালি ফুসফুস থেকে বাতাস শ্বাসনালি হয়ে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। উপভাষা কাকে বলে? কয় প্রকার ও কি কি?? তাদের সীমানা নির্ধারণ কর। ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ ৩)স্বরযন্ত্র শ্বাসনালির উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের ৪, ৫ ও ৬ নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতাে। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্...

বাংলা লিপির উদ্ভবের ইতিহাস ও বিকাশ সম্পর্কে আলোচনা

১ ) বাংলা   লিপির   উদ্ভবের   ইতিহাস   ও   বিকাশ   সম্পর্কে   আলোচনা   করো   সংক্ষেপে   বর্ণনা   করো । বাংলা   লিপির   উদ্ভব   ও   বিকাশ : ভারতে   প্রাপ্ত   প্রাচীনতম   লিপির   সন্ধান   পাওয়া   যায়   অশোকের   বিভিন্ন   অনুশাসনে ।   অশোকের   অনুশাসনে   দু - প্রকার   লিপি   পাওয়া   যায় — একটি   ব্রাহ্মী , অপরটি   খরোষ্ঠী ।   আরামীয়   লিপি   থেকে   ভারতের   আদিলিপি   ব্ৰাহ্মী , খরোষ্ঠীর   জন্ম   বলে   লিপি   বিশেষজ্ঞরা   মনে   করেন ।   খরোষ্ঠী   লেখা   হত   ডান   থেকে   বাম   দিকে   এবং   সেমেটিক   ভাষা   লেখার   জন্যে   এই   লিপি   ব্যবহৃত   হত ।   ব্রাহ্মী   লেখা   হত   বাম   থেকে   ডান   দিকে , তবে  ...