बुधवार, 16 फ़रवरी 2022

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2025

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২:

 

পরিবেশের জন্য ভাবনা

Marks: 01

1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।

2 ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।

3 কাল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?

4 বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে?

5 একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।

Marks: 02

1 বায়োগ্যাস তথা বায়োফুয়েলের দুটি প্রধান ব্যবহার লেখো।

2 বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো

3 বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী?

4 জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?

5 কয়লাখনির মিথেন গ্যাস কী?

6)ওজোনস্তর সৃষ্টি হয় কীভাবে?

7 ওজোনস্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

8 বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন?

9 বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন?

10 গ্যাসহোল কী? এর ব্যবহার লেখো।

11 জীবাশ্ম জ্বালানি কী? উদাহরণ দাও।

12 বায়ুমন্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণ সহ লেখো।

13| গ্রিন হাউস এফেক্ট কী?

14 বিশ্ব উষ্ণায়ন কী?

 

গ্যাসের আচরণ

Marks: 01

১। গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

2| চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী?

3|আদর্শ গ্যাস কাকে বলে?

4 কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

5 বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কী কী?

Marks: 02

1) -3° C উষ্ণতার কিছু পরিমান গ্যাসের আয়তন 750 cm3 চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?

2) নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 cm3 আয়তন অধিকার করে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700cm3 হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস ?

3) কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 90 cmHg চাপে আয়তন 500 cm3 হলে ওই উষ্ণতায় এবং 60 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে?

4) )  0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উয়তা কত হবে?​

5) 27°C সেন্টিগ্রেড উষ্ণতায় 700 mmHg চাপে 32g O2 44g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো।

6) STP-তে নিদির্ষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52m3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে?

Mark: 03

1 বয়েল, চার্লস অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো।

2 গে-লুকাসের গ্যাস-আয়তন সূত্রটি বিবৃত করো এবং অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো।

3 গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো।

4 আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো।

5 বয়েলের সূত্রটি বিবৃত করো। বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্রটি কী লঙ্ঘিত হয়?

6 চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।

7 চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো।

8 বয়েল চার্লসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো।

9 গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো।

10 গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ? গ্যাস অণুগুলির বেগের চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো।

 

রাসায়নিক গণনা

 

আলো

Marks: 01

১। ক্যামেরায় কোন ধরণের লেন্স ব্যবহার করা হয়?

২। গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায়?

৩। মৌলিক বর্ণ কোণগুলি?

৪। সমতল দর্পনের ফোকাস দূরত্ব কত?

৫। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

 

Marks: 02

 )স্নেলের সুত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখা করো।

)সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালেও সবুজ )আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন?

)কোনো লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?

)গাড়ির হেডলাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?

)কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে?

)দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

) আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ।

)আলোর প্রতিসরণ বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখ।

১০)কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে?

১১)উত্তল লেন্স দ্বারা কোন ধরণের দৃষ্টি ত্রুটি প্রতিকার হয়?

১২) লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।

১৩)গাড়ির রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার হিসাবে ১৪(কোন দর্পন ব্যবহার করা হয় এবং কেন?

১৫) অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? ১৬)প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

১৭)কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।

১৮)আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের ১৯)প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।


Marks: 03

)আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। )দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।

)অবতল দুর্পনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো।

)একটি বস্তুর দৈর্ঘ্য সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে সেমি দূরত্বে রেখে ১০ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল? রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব কত?

)উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।

)উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরণের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?

)অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

)অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

)দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

১০)একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক . হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

 

চলতড়িৎ

Marks: 01

)আধানহীন কোনো বস্তুর বিভব কত?

)একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।

)আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত?

)তড়িৎ আধানের মাত্রা কী?

)তড়িৎ বিভবের মাত্রা কী?

 

Marks: 02

)কোনো তড়িৎকোশের তড়িৎচালক বল 1.5V বলতে কী বোঝো?

)শর্ট সার্কিট কী?

)তড়িৎচালক বল বিভবপ্রভেদের দুটি পার্থক্য একটি সাদৃশ্য লেখো।

)ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।

)বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো।

 )অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো।

)কোশের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে?

)তড়িৎচুম্বকীর আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।

)পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে?

Marks : 03

)একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে। )একটির ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?

)১০ ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় কর।

)একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎপ্রবাহ ঘটে। তাই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে?

)জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।

)দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5:4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?

)দুটি ১০ ওহম রোধককে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি ২০ ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।

 )তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করো।

)220V-60W 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।

 

পর্যায়সারণি

Marks : 2

)আদর্শ মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে এদের অবস্থান কোথায়?

)পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্তিক ধর্ম বলতে কী বোঝ? উদাহরণ দাও। এই ধর্ম উৎপত্তির কারণ কী?

)সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন? পর্যায়সারণিতে এদের অবস্থান কোথায়?

 

Marks : 

)মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝ? একটি উদাহরণ সহ লেখ। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।

)পর্যায়সারণির পর্যায় শ্রেণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হয় এবং কেন?

)মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?

)ভোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F কে তাদের জারণক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।

)পর্যায়সারণি সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃত করো। মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি লেখো।

 

আয়নীয় সমযোজী বন্ধন 

Marks : 2

 )কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখা করেন?

)একটি উদাহরণ দিয়ে দেখাও যে, আয়নীয় যৌগের আয়নগুলি অকটেট পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে।

) তড়িৎযোজী সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।

) চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?

সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখা করো।

)দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na-এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H-এর সঙ্গে। H, F Na-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে (1, 9 11)

 

তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া  

Marks: 01

)তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?

)তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?

)প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।

)পিতলের উপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?

)পিতলের চামচের উপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী?

 

Marks : 2

)তড়িৎবিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা দাও।

)গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কেন?

)তড়িৎ বিশ্লেষণে পরিবর্তি প্রবাহ ব্যবহার করা হয় না কেন?

)“তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ-বিজারণ বিক্রিয়াব্যাখা করো।

)তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও।

 

 Marks : 3

)প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড অ্যানোড বিক্রিয়া লেখো।

)কীসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।

)তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অ্যানোড ম্যাড কী?

)ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?

 

Madhyamik English Suggestion

Madhyamik Life Science Suggestion


 

कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com

Featured Post

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्याकरण

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्य...