শীত পড়েছে হলুদ গাদায় শীত পড়েছে মাঠে হিমেল হাওয়া বইছে হুহু লোক নেই তো হাটে। খেজুর রসের মিষ্টি সুভাষ নলেন গুড়ের ঘ্রাণ মৌমাছিরা উড়ছে ভৌ ভৌ মন করে আনচান। সবুজ সবুজ গাছের পাতা রৌদ্রে করে ঝিকমিক বন ভোজনে হারিয়ে গেলে জমবেই ঠিক!ঠিক! শীত পরেছে সবুজ ঘাসে শীত পড়েছে গাছে পূর্ণিমার রাত তাই তো নিঝুম কেউ নেই তো কাছে। ব্যাখ্যা ও বিশ্লেষণ এর আগে আমার শীত নিয়ে লেখা কবিতা গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। তাই শীত নিয়ে আরো একটা কবিতা লিখে ফেললাম। আসা করি এটাও সকলকে ভালো লাগবে । শীত নিয়ে অন্য কবিতা দেখতে ক্লিক করুন। শীতের সময় কাকে ভালো না এমন লোক পাওয়া খুব মুশকিল। তার মানে সবাইকেই ভালো লাগে । সত্যি শীতের দিন ও রাত যেন কিভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না। তবে খুব ভালোই লাগে। যখন ভোর হয় উঠে দেখি গাছ, ঘাসে, ফুলের কচি কচি ডগায় শীত পড়েছে । আর সেই দৃশ্য দেখে মনটা ভরে যায়। হ্যাঁ তবে একটা বিষয় হচ্ছে সে সময় হাটে লোক নেই বললেই চলে । শীতের সময় একটা ভালো খাবার পাওয়া যায়। আর সেটা হলো কি যে খেজুর রস, নলেন গুড়। এই গুড় দিয়ে ভালো ভালো মিষ্টি খাবার বানান বাংলার মানুষরা। যেমন বলা...
Defence, Compitative and Educational Books Publication, Practice an more