আমার কবিতা |
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম পাখি,
ঘন জঙ্গলে যেতাম উড়ে
পেতাম লক্ষ কোটি সাথী।
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম বৃষ্টি,
আকাশ পথ ঘুরে ঘুরে
হতাম মেঘ, করতাম জলের সৃষ্টি।
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম বাতাস,
হুহু করে যেতাম ছুটে
অবশ্য, করতাম না সর্বনাশ।
মাঝে মাঝে ভাবি মনে
যদি হতাম সিংহ, বাঘ,
যেতাম আমি জঙ্গলে
করতাম গিয়ে একাই রাজ।
ব্যাখ্যা ও বিশ্লেষণ
ইচ্ছা! এই শব্দটা খুব ছোটো , মাত্র দুই অক্ষরের হলেও এই শব্দটা মানুষের মনের মাঝে গেঁথে গিয়ে মানুষের মনকে শক্ত ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, নিজের নিজের গন্তব্য লক্ষ্যে।
ইচ্ছা! কার মনে জাগে না? যদি জানতে চাওয়া যায়, তবে সকলেই এর পক্ষে কথা বলবে, তারাও বলবে ইচ্ছা না থাকলে জীবনে বাঁচা মুশকিল হয়ে পড়ে।
ইচ্ছা! মানুষকে কেবল এগিয়ে নিয়ে যেতেই মনোবল তৈরি করে শুধু তেমনটাই নয় , এই ইচ্ছা শক্তির জেরে মানুষ পর উপকারী কাজ, সেবা মূলক কাজ, দানের কাজ, সম্পর্ক তৈরির কাজ, খাবার কাজ, ঘুমাবার কাজ, কাজের কাজ, সর্বোপরি, সামাজিক জীব হয়ে সমাজ গঠনের কাজ টাও মানুষ করে এই ইচ্ছা শক্তির জন্য।
ঠিক তেমন ভাবে আমিও আমার ছোটো ছোটো ইচ্ছা গুলো এই ছোট কবিতার মাধ্যমে তুলে ধরলাম । যদিও এটা আমার নিজের ব্যাক্তিগত মনভাব।
অন্যদের মতো আমিও মাঝে মাঝে ভাবি যদি পাখি হতাম তবে জঙ্গলে চলে যেতাম, সেখানে শত শত বন্ধু পেতাম, মনের আনন্দে একসাথে লুকোচুরি খেলে তাম। কখনো ভাবি যদি বৃষ্টি হতাম তবে আকাশে গগনে ঘুরে ঘুরে মেঘেদের সাথে মাটিতে ঝরে যেতাম, সবাইকে আনন্দে ভরিয়ে দিতাম । আবার কখনো ভাবি যদি বাতাস হতাম তবে ছুটে ছুটে বেরাতাম, কত শত দেশ ঘুরে নিতাম, হ্যাঁ তবে ক্ষতি করতাম না করো। আবার কখনো হয়তো ভেবেছি, যদি সিংহ হতাম তবে জঙ্গলে গিয়ে সেখানে রাজ করতাম।
তবে এটা বলে দেওয়ায় ভালো, এগুলো কেবল মাত্র এক একটা স্বপ্ন, যা আদো কখনো পূরণ হবার নয়। হ্যাঁ, তবে আরো একটা কথা বলে রাখি, ইচ্ছা বা সপ্ন যে সবসময় পূরণ হবে সেটাও না, কিছুটা ইচ্ছা পূরণ হয় আর কিছুটা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। তাই বলে তো আর মানুষ ইচ্ছা বা সপ্ন দেখা বন্ধ করে থেমে থাকে নি, বরং আরো বেশি বেশি করে ইচ্ছা বা স্বপ্ন দেখছে, যদি একটা পূরণ হয়।
আরো একটা শেষ কথা বলে না দিলে অনেকের কাছে এটা একটা খারাপ বিষয় হয়ে দাড়ায়, ইচ্ছা থাকলে মানুষ কেবল মাত্র ভালো কাজ সেবামূলক কাজ কিংবা কল্যাণ কাজ করে - এটা যত টা সত্যি, তার থেকে আরো বড় একটা সত্যি হচ্ছে এই ইচ্ছার জন্য মানুষ সবার খারাপ কাজের সাথেও যুক্ত হয়, খারাপ কাজে লেগে পরে। একদিন সময় আসবে তারাও খারাপ ইচ্ছা গুলো ত্যাগ করে ভালো ইচ্ছা তৈরি করবে, এবং সমাজ, দেশ, দুনিয়ার জন্য ভালো কিছু করবে।
সে সব কথা বাদ যাক, আমাদের লেখা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের পেজ শেয়ার করবেন। আমাদের চ্যানেল subscribe করুন।
Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com