ব্যাখ্যা
ও বিশ্লেষণ
গ্রামের পরিবেশে শীত ঋতু একটা দারুন প্রভাব ফেলে। যদিও এটা বলা ঠিক না যে, শীত ঋতু গোটা বিশ্বেও প্রভাব বিস্তার করে, তাতে সেটা শুধু আবহাওয়াতেই নয়, মানুষের জীবন যাপন, ব্যাবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, ভ্রমণ, উৎসব প্রভৃতি ক্ষেত্রে। তবুও এটা মানতেই হবে গ্রামের পরিবেশকে ও শীত বেশি বেশি হারে প্রভাবিত করে, যারা গ্রামে বাস করে এই বিষয়টা তাদের কাছে খুব গভীর।
শীত কালে সকাল থেকে শুরু করে রাত, আবার রাত থেকে শুরু করে সকাল, সব সময় একটা মন মুগ্ধ করার মতো অবস্থা থাকে।
ফলে সকল কাজ যেন খুব মজার সাথে শুরু ও শেষ করা যায়।
আমরা দেখেছি, শীত আসলেই যেন আগের শীতের
গরম কাপড় বের করার ধুম শুরু হয়, তবে যাদের আগের পোশাক গুলো নেই, তারা কি করে? সাধারণ ব্যাপার, তারা নতুন নতুন শীতের পোশাক কিনতে ব্যাস্ত হয়ে যায়। শীতের রাত কাকে না ভালো লাগে? এক বাক্যে বলা যায়, শীতের রাত সবাইকেই খুব ভালো লাগে। শীতের রাত যেন গভীর নিঃঝুম, চারিদিকে মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক যেন যেন একটা ভয়ানক পরিবেশ তৈরী করে। কেউ তো আবার শীতের রাতে বাইরে একাই বের হতেও ভয় করে। কিন্তু এখানেই শেষ না। তারপর সকাল হবে। সূর্য পূর্ব দিকে উদিত হবে। আর সঙ্গে সঙ্গেই শুরু হবে পাখির গুনগুন ডাক, যা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে ।শীতের সকালে ঘুম থেকে উঠেই একটা ঠান্ডা ঠান্ডা মেজাজ থাকে, যেন মনে হয় লেপ ছেড়ে না উঠি। যদিও বা উঠার চেষ্টা করি বারবার অনিচ্ছা টাই চলে আসে। তারপর কাপতে কাপতে উঠতে হয় নিজের নিজের কাজে বেরোনোর জন্য। যদিও সেই সময় কাজ খুব একটা বেশি থাকে না , থাকলেও পরে করবো মনে ভেবে থাকি। গরম কাপড় , হাতে মোজা পায়ে মোজা, মাথায় একটা তুলোর টুপি পরে আগুনের পাশে আগেই দাড়াতে হয়,একটু আরাম অনুভব করার জন্য। তবে একটা দুঃখ লাগে তখন, যখন ধনীরা যে যার মতো শীতের পোশাক কিনতে পারলেও গরিবরা তা পারে না। তবে সকলের একটা উচিত হবে নিজের সাধ্যতবে সকলের একটা উচিত হবে
নিজের সাধ্য মতো ওদের সাহায্য করা। যাই হোক, শীতের সকালের একটা দারুন দৃশ্য হলো, শস্য
ক্ষেতের ফুল। এই দর্শন গ্রামের এমন কোনো মানুষ নাই যে দেখে নি। তবে তার ফুল গুলি কবি
ছিঁড়তে মানা করেছেন। এতে তার সৌন্দর্য্য নষ্ট হবে। তাই দেখ আর খুশি মনে চলে যাও।
তবে যায় হোক, শীতের সময় অনেকেই
আবার অনেক বেশি বেশি আনন্দ ও মজা করে। এই সময় টাকে খুব মজার সাথে কাটাতে চাই।
আমার লেখা আপনাকে কেমন লাগলো
অবশ্যই জানাবেন। আর আমাদের everything365 চ্যানেল টি subscribe করতে ভুলবেন না ।
www.everything0365.blogspot.com
Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com