मंगलवार, 8 मार्च 2022

উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ


উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজী সাহিত্যের রোম্যান্টিক যুগের যুগ নায়ক ৭ই এপ্রিল ১৭৭০ - এ কাম্বার ল্যান্ডের একটি ছোটো শহরে ককার মাউথে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন আইন ব্যবসায়ী। তবে আট বছর বয়সে মাতৃ হারা হন এবং তেরো বছর বয়সে পিতৃহারা হন। সন্ধ্যার সময় তিনি পাহাড় পর্বত ঘেরা লেক অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিচরণ করতেন। এই সুন্দরের মধ্যে কোনো কষ্টকেই তার কষ্ট মনে হতো না। পিতার মৃত্যুর পর কাকারা তার অভিভাবক হন। ১৭৮৭ - তে তারা তাকে কেমব্রিজের একটি কলেজে পড়তে পাঠান। এখানে চার বছর পড়াশুনা করেন। ডিগ্রী প্রাপ্তির পর আরো চারমাস তিনি লন্ডনে থাকেন, পরে ফ্রান্স চলে যান । তখন ফ্রান্সে বিপ্লবের বাণী চলছিল, তিনি এই বাণীতে উদ্দীপিত হন। ফ্রান্সে অ্যানেট ভ্যালন নামের এক নারীর কাছে  তিনি ফরাসী ভাষা শিক্ষা নিতেন। ক্রমে তাদের মধ্যে প্রেম জন্ম নেয় এবং অ্যানেটের গর্ভে তার একটি মেয়ের জন্ম হয়। তারপরেই তিনি ফ্রান্স ছেড়ে চলে যান। 

                       সেই সময় ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে নেপোলিয়নের অভিযানকে চিনতে পারার পর তিনি ফরাসী বিপবের প্রতি বিতৃষ্ণ হয়ে যান। ...... এরপর তিনি চাইলেন কবিতা লিখতে। ১৭৯৫ - তে তিনি মোটা অঙ্কের উত্তরাধিকার পান এবং বোনকে নিয়ে ইংল্যান্ডে চলে যান।তারপর সেখানে কলরিজের সঙ্গে মিলিত ভাবে প্রকাশ করেন লিরিক্যাল ব্যালাডস, যা ইংরেজী কাব্যসাহিত্যে যুগান্তর সৃষ্টি করে। আর এখানেই লেখা হয় লুসি কবিতা গুলি আর লেখা শুরু হয় ওয়ার্ডসওয়ার্থ এর আত্মজীবনীমূলক গ্রন্থ ' প্রিলিউড'।



লুসি কবিতা গুচ্ছ

লুসি কবিতা গুচ্ছ ওয়ার্ডসওয়ার্থএর অভিনব সৃষ্টি এবং সাধারণ্যে তাঁর জনপ্রিয়তার অন্যতম উৎস। সর্ব সাকুল্যে লুসি কবিতার সংখ্যা ছয়। এর মধ্যে  1. Strange fits of passion have i known, 2. She dwelt among the untrodden ways, 3. Three years she grew in sun and shower, 4. I travelled among unknown men এবং 5. A slumber did my spirit seal -- এই পাঁচটি কবিতা একসঙ্গে গ্রথিত এবং বিছিন্ন ভাবে রয়েছে 6. Among all lovely things my love and been. কবিতা গুলির বিষয় হলো প্রেম, যা ওয়ার্ডসওয়ার্থ এর সমগ্র রচনাবলীতে বিশেষ প্রাধান্য পায়নি।

 কে এই লুসি -

এ নিয়ে কৌতুকের সীমা নেই। ওয়ার্ডসওয়ার্থ এর ব্যক্তিজীবনে প্রেম এসেছে একাধিকবার । 

 লুসি কি এদের কেউ?

 নাকি সম্পূর্ণ কল্পনা প্রসূত। এসব প্রশ্নের সর্বজন গ্রাহ্য মীমাংসা হয় নি। কেউ কেউ বলেছেন লুসি আসলে কবির ভগ্নী ডরোথি; অবৈধ প্রণয়কে তুলে ধরতে তাকে লুসি রূপ উপস্থাপিত করা হয়েছে। তবে আমাদের ধারণা বাস্তবে কোনো অবয়ব কবির মনে জাগরুক থাকলেও কবি কল্পনায় শেষ পর্যন্ত লুসি বাস্তবাতিশায়ই। প্রকৃতির সঙ্গে একাত্ম লুসি - প্রকৃতির মতো সরল, নিষ্পাপ, মৌন। ছয়টি কবিতার কোথাও লুসির কোনো সংলাপের বর্ণনা নেই। তাকে ঘিরে মানুষের অশেষ অনুভূতি কিন্তু তার অনুভূতি সে প্রকাশ করে না; তার অভিব্যাক্তি থেকে মানুষ তা বোঝার চেষ্টা করে মাত্র। লুসির মধ্যে প্রকৃতিকে মিলিয়েছেন কবি, কিন্তু তবে সে নারী - প্রেমিকা নারী। কারণ তার প্রেমিকা সত্তাকে অস্বীকার করলে কবিতা গুলি অর্থহীন হয়ে পড়বে । লুসির শরীর অবয়বের সন্দর্য কবি বর্ণনা করেন নি, প্রকৃতির সঙ্গে মিলিয়ে তার মৌন গভীর সরল ও সনাতনী ব্যাক্তিত্বের ভাব তুলে ধরেছেন। পাঠকের কল্পনাকে কবি দিয়েছেন অপরিসীম সাধীনতা ও আপনাপন কল্পনার সাহায্যে পাঠকেরা লুসির সৌন্দর্য্য কল্পনা করে নিতে পারেন। ভীরু প্রেমের মধুর অনুভূতিই এই কবিতার প্রধান সম্পদ। প্রেমিকের অনুভূতি প্রেমিকই বোঝে । সেই জন্য 'stange fits of passion' - কে কবি প্রেমিকের ই কানে কানে বলতে চেয়েছেন। পেয়ে হারানোর আশঙ্কায় প্রেমিকের সুকোমল অনুভূতি মধু স্বাদই হয়ে উটেছে । হারানোর আশঙ্কার  কারণ হিসাবে মৃত্যুকে হাজির করেছেন কবি বর। চাঁদ দেখতে দেখতে লুসিকে দেখেন । আর কটেজের আড়ালে হটাৎ চাঁদ ঢাকা পড়লে লুসির মৃত্যুর আশঙ্কায় কবি মন দোলায়িত হয়ে ওঠে - 'if Lucy should be dead!' - আবার মৃত্যুর মধ্য দিয়ে লুসিকে বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতে দেখেছেন তিনি -----

" No motion has she now, no force,

 She neither hears, nor sees,

 Rolled round in earth's diurnal course,

 With rocks, and stone and trees."

যে প্রশান্তিতে কবি এই দার্শনিক সত্যকে আবিষ্কার করেছেন সে প্রশান্তি তিনি অর্জন করতে পেরেছেন ঘটনা থেকে দূরে সরে আসার ফলে, অন্যথায় লুসির মৃত্যু তার কাছে অতি তীব্র বেদনাদয়ী ই ছিল ----

"But she is in her grave, and , oh

The difference to me!"


সারা বিশ্বের প্রেমের কবিতার ইতিহাস কবির এই প্রেমের কবিতাগুলির মূল্য অপরিসীম। এ কবিতা গুলিকে বাদ দিয়ে প্রেমের কবিতার আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে । অনেকে এগুলির নেপথ্যে কবি মনে রুশোর প্রভাব লক্ষ্য করেছেন । কিন্তু অনুল্লেখ এই জন্য যে প্রকৃতি এবং মানুষের একাত্ম রোধ কবির স্থায়ী উপলব্ধির ই অন্তর্গত, আর কবিতা গুলিতে বিনাস্ত প্রেমের অনুভূতি এত জীবন্ত ও বাস্তব যে তা কবির প্রত্যক্ষ অভিজ্ঞতার নির্যাস বলে মনে হয়।

कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com

Featured Post

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्याकरण

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्य...