তুমি শিক্ষক
তুমি শিক্ষক , মোদের গুরু
করেছো মোদের, শিক্ষার শুরু
একদিন তুমি অচেনা ছিলে
অচেনা ছিলে সবার কাছে।
তারপর,
দেখলাম প্রথম , পড়ার ঘরে
আলাপ হলো, সবার সাথে
পরিচয় হলো, তোমার তরে
সবার সাথে , পড়ার ঘরে।
আপসোস তো হয় নি পাছে।।
তারপর,
শিখালে তুমি, শিখলাম মোরা
অ আ, ক খ
চ ছ, ট ঠ।
ভালো হলাম তোমার কাছে।।
তারপর,
শুরু হলো, পড়া লেখা
হলাম মোরা, সবার সখা,
স্বপ্ন তুমি মোদের দেখালে
মানুষ হবো , মনে জাগালে।
পূরণ হবে যে, সব স্বপ্ন আছে ।।
তারপর,
সেই স্বপ্ন নিয়ে, এগিয়ে গেলাম
মানুষ রুপী, মানুষ হলাম,
ভাবনা চিন্তা, গুলো সবার
জেগে আছে মনের ভিতর।
সেই চিন্তা গুলো মনের ভিতর নাচে।।
তারপর,
লক্ষ্যে এবার পৌঁছে যাবো
তোমার আশীর্বাদে
মন টাকে শক্ত করে
সাফল্যকে নিবো কেরে।
আপনার কথা মনের মধ্যে বাজে।।
প্রণাম জানায় চরনে তোমার
শিক্ষক দিবসের সাজে।।
Happy Teacher's দায়
----কাজেম সেখ
Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com