Skip to main content

Posts

জীবনানন্দের পাঁচটি প্রেমের কবিতা

                     জীবনানন্দের পাঁচটি প্রেমের কবিতা     বনলতা সেন   " বনলতা সেন " কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন কবি   বুদ্ধদেব বসু   তার   কবিতা   পত্রিকায়। ১৩৪২ পৌষ সংখ্যার মাধ্যমে বনলতা সেন সর্বপ্রথম পাঠকের হাতে এসে পৌঁছায়। কবি জীবনানন্দ দাশ বাংলা ১৩৪৯ সালে প্রকাশিত তার   বনলতা সেন   নামক তৃতীয় কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করেন। কবিতা - ভবন কর্তৃক প্রকাশিত   এক পয়সায় একটি   গ্রন্থমালার অন্তর্ভুক্ত হিসেবে।কবির জীবদ্দশায় বাংলা   শ্রাবণ , ১৩৫৯ সালে কলকাতার সিগনেট প্রেস থেকে   বনলতা সেন   কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়।   আপাত দৃষ্টিতে ' বনলতা সেন ' একটি প্রেমের কবিতা যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বনলতা সেন নামী কোনো এক রমণীর স্মৃতি রোমন্থন। শুরু থেকেই পাঠকের কৌতূহল বনলতা সেন কী বাস্তবের কোনো নারী নাকি সম্পূর্...