প্রমথ চৌধুরী: বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬)। তাঁর আসল নাম প্রমথনাথ চৌধুরী। ‘বীরবল’ ছদ্মনামেও তিনি লিখেছেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার ছিলেন। ছিলেন চলিত গদ্যরীতির প্রবর্তক। তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বাংলা সাহিত্যে নতুনত্ব এনেছিলেন। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দির প্রথম ভাগে সক্রিয় ছিলেন। ‘সবুজপত্র’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনায়ও তাঁর অবদান রয়েছে। তিনি ‘বিশ্বভারতী’ পত্রিকাও সম্পাদনা করেন। প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বিখ্যাত। তাঁর প্রথম প্রবন্ধ ‘জয়দেব’ প্রকাশিত হয় ‘সাধনা’ পত্রিকায় ১৮৯৩ সালে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় রূপবন্ধের সনেট লিখেছেন। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন অসাধারণ কৃতিত্বপূর্ণ। কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফএ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯ সালে দর্শনে বিএ (অনার্স)...
তুমি শিক্ষক তুমি শিক্ষক , মোদের গুরু করেছো মোদের, শিক্ষার শুরু একদিন তুমি অচেনা ছিলে অচেনা ছিলে সবার কাছে। তারপর, দেখলাম প্রথম , পড়ার ঘরে আলাপ হলো, সবার সাথে পরিচয় হলো, তোমার তরে সবার সাথে , পড়ার ঘরে। আপসোস তো হয় নি পাছে।। তারপর, শিখালে তুমি, শিখলাম মোরা অ আ, ক খ চ ছ, ট ঠ। ভালো হলাম তোমার কাছে।। তারপর, শুরু হলো, পড়া লেখা হলাম মোরা, সবার সখা, স্বপ্ন তুমি মোদের দেখালে মানুষ হবো , মনে জাগালে। পূরণ হবে যে, সব স্বপ্ন আছে ।। তারপর, সেই স্বপ্ন নিয়ে, এগিয়ে গেলাম মানুষ রুপী, মানুষ হলাম, ভাবনা চিন্তা, গুলো সবার জেগে আছে মনের ভিতর। সেই চিন্তা গুলো মনের ভিতর নাচে।। তারপর, লক্ষ্যে এবার পৌঁছে যাবো তোমার আশীর্বাদে মন টাকে শক্ত করে সাফল্যকে নিবো কেরে। আপনার কথা মনের মধ্যে বাজে।। প্রণাম জানায় চরনে তোমার শিক্ষক দিবসের সাজে।। Happy Teacher's দায় ----কাজেম সেখ Best Motivational Videos Facebook Page- Click Here Join us with Instagram- Click Here Join our Telegram channel- Click here Subscribe Our youtube channel- Click Here FOR MORE RELATIVE ✅Ssc GD ...