প্রমথ চৌধুরী: বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬)। তাঁর আসল নাম প্রমথনাথ চৌধুরী। ‘বীরবল’ ছদ্মনামেও তিনি লিখেছেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার ছিলেন। ছিলেন চলিত গদ্যরীতির প্রবর্তক। তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বাংলা সাহিত্যে নতুনত্ব এনেছিলেন। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দির প্রথম ভাগে সক্রিয় ছিলেন। ‘সবুজপত্র’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনায়ও তাঁর অবদান রয়েছে। তিনি ‘বিশ্বভারতী’ পত্রিকাও সম্পাদনা করেন। প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বিখ্যাত। তাঁর প্রথম প্রবন্ধ ‘জয়দেব’ প্রকাশিত হয় ‘সাধনা’ পত্রিকায় ১৮৯৩ সালে। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় রূপবন্ধের সনেট লিখেছেন। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন অসাধারণ কৃতিত্বপূর্ণ। কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফএ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯ সালে দর্শনে বিএ (অনার্স)...
सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्याकरण
सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्याकरण SSC GD, BSF, ARMY, ITBP, NAVY, MILITARY সকল কেন্দ্রীয় পরীক্ষার জন্য উপযোগী বই টি নিতে যোগাযোগ করো নিচের দেওয়া মাধ্যমে:- Preview :- স্টাডি কেয়ার আপনাদের সামনে এসএসসি জিডি (হিন্দি, জেকে, ম্যাথস, রিজনিং) 4টি বই উপস্থাপন করতে চলেছে। সমস্ত বইয়ের মধ্যে, হিন্দি আমার নিজের নির্দেশনায় সেরা বিষয়বস্তু দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই বইটিতে 60+ অনুশীলন সেট প্রস্তুত করা হয়েছে। যা আপনার প্রস্তুতিকে ভিন্ন দিকনির্দেশনা দেবে। আমার স্বপ্ন হল মেধাবী ছাত্রের পাশাপাশি দুর্বলতম ছাত্রটিও SSC GD এবং অন্যান্য কেন্দ্রীয় পরীক্ষায় STUDY CARE পাবলিকেশনের এই বইয়ের মাধ্যমে সাফল্য লাভ করুক, যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। গরিব মা ভাপকে স্বপ্নও সত্যি হোক। কাজেম শেখ হিন্দি বিশেষজ্ঞ স্টাডি কেয়ার Pdf নিতে চাইলে WhatsApp করো:-9046556268 Google play store থেকে বইটি নিতে চাইলে:- https://play.google.com/store/books/details/kajem_shaikh_Samanya_Hindi?id=XTH-EAAAQBAJ ...