सोमवार, 28 नवंबर 2022

BANGLA BHASA QUESTION ANSWER,বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপ আলোচনা কর।


Studycare0365.blogspot.com

P.m-5/10

 ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ

ভাষা কাকে বলে?

ভাষা হল মানুষের যোগাযোগের  সহজাত মাধ্যম বা বাহনই হল ভাষা। ভাষার সংজ্ঞায়ন করতে হলে, যে সংজ্ঞাটি সবার প্রথমে মাথায় আসে; তা হল, মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাবপ্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা

তবে ভাষা শুধুমাত্র মৌখিক কোন বিষয় নয়, বরং লিখিত শব্দ (letters), অঙ্গভঙ্গিও ভাষা হিসেবে কাজ করে। অর্থাৎ, ভাষা হল অঙ্গভঙ্গি, মৌখিক শব্দ বা লিখিত শব্দের মাধ্যমে যোগাযোগের একটি প্রতীকী মাধ্যম, যা কিনা অর্থ প্রকাশে সক্ষম। 

1)ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তাকে ভাষা বলে।

2)ড. সুকুমার সেনের মতে, মনের ভাব প্রকাশ করার নিমিত্ত বিভিন্ন জাতির বা সমাজের সকল সভ্যের বোধগম্য বাক্যসমূহের সমষ্টিকে ভাষা

3)ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্তি শব্দসমষ্টিকে ভাষা বলে।

4)ড. মুহম্মদ আবদুল হাই এর মতে, এক এক সমাজের সকল মানুষের অর্থবোধক ধ্বনির সমষ্টিই ভাষা।

                 সুতরাং বলা যায়, বাগযন্ত্রের সাহায্যে (নাক, কন্ঠ, তালু,দাঁত, জিহ্বা ইত্যাদি) উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিই হলো ভাষা।


ভাষার বৈশিষ্ট্য:
1.যে কোন ধ্বনি বা শব্দ মাত্রই ভাষা নয়; বরং, শুধুমাত্র বোধগম্য ধ্বনি বা শব্দই হল ভাষার মূল।

2.ভাষা অবশ্যই অর্থপূর্ণ হবে।

3.পরস্পরের ভাবের আদান-প্রদানের মাধ্যম।

4.ভাষা বক্তব্যের অন্তর্গত রূপকে প্রকাশ করে।

5.ভাষা মানুষের স্বভাব, সভ্যতা এবং সংস্কৃতিকে প্রকাশ করে।

6.একটি বিশেষ সম্প্রদায়, জাতি বা গোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত ভাব প্রকাশের মাধ্যম হিসেবে একটি ভাষা ব্যবহৃত হয়ে থাকে।

7.মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি হল ভাষা।

8.ভাষা হল মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি।

9.ধ্বনি, শব্দ, পদ ও বাক্যের বাহ্যিক ও আভ্যন্তরিণ গাঠনিক পর্যায়কে রক্ষাকারী শ্রেষ্ঠ মাধ্যম হল ভাষা।

10.দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে। 

ভাষার মূল অংশ:

পৃথিবীর যেকোন ভাষাকে বিশ্লেষণ করা হলে মৌলিক উপাদান হিসেবে মূলত ৪ টি অংশ পাওয়া যায়। এরা হল-

• ধ্বনি (sound)

• শব্দ (word)

• বাক্য (sentence)

• অর্থ (meaning) 

ধ্বনি হল ভাষার সবচেয়ে মৌলিক বা মূল উপাদান। ধ্বনি, মূলত ভাষার মৌখিকরূপ প্রকাশক উপাদান, আর এই মৌখিক উপাদানের লিখিত চিহ্নই বা symbol হল বর্ণ। 

একাধিক ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় শব্দ। তবে একাধিক শব্দকে ব্যকরনের নিয়ম মাফিক গঠন করা হলে তা থেকে উৎপন্ন হয় বাক্য এবং যা মূলত ভাব প্রকাশের ক্ষেত্রে ভাষা তৈরি করে, যা আমাদের কাছে মূলত অর্থ প্রকাশ করে থাকে।  

[  ] বিশেষভাবে লক্ষ্যনীয়,

ভাষার মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম একক হল ধ্বনি বা বর্ণ; ভাষার মূল উপকরণ, একক বা বৃহত্তম একক হল বাক্য।  

পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা নির্ভূল্ভাবে ঠিক কতটি তার সঠিক কোন হিসাব নেই; তবে ভাষা বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে বর্তমানে সাড়ে ৩ হাজারেরও বেশি ভাষা প্রচলিত আছে।

                                       
   প্রশ্ন:- বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপ আলোচনা কর
আলাদা আলদা দুটি ভূখণ্ডের ভাষা যখন একরকম হয়ে যায় তখন, সেটাকে ভাষা বলা হয়না, তাকে বলা হয় ভাসাবংশ। আজ থেকে পাঁচ হাজার বছর আছে যে ভাষা বংশের ব্যাপারে আমরা জানতাম তার নাম ছিল "ইন্দো-ইউরোপীয়"। এই "ইন্দো-ইউরোপীয়" ভাষা বংশের পরিধি ছিল ভারত ও ইউরোপ পর্যন্ত। এখানে "ইন্দো" বলতে ভারত কে বোঝানো হয়েছে এবং "ইউরোপীয়" বলতে ইউরোপ দেশ কে বোঝানো হয়েছে। আজ থেকে পাঁচ লাখ বছর আগে ভারত, বাংলাদেশ ও তার সীমান্তবর্তী কিছু এলাকার ভাষার মিল ছিল এই জন্য এটাকে বলা হয় "ভাষাবংশ"। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশে ইন্দো একটি ভূখণ্ড ও ইউরোপীয় একটি ভূখণ্ড বিভক্ত হওয়াই এই ভাষাবংশ টিকে দুটি শাখাতে ভাগ করা হয়। একটি হচ্ছে "শতম" ও আরেকটি "কেন্তুম" ।
ভারতের মধ্যে "শতম" শাখায় কথা বলা হতো এবং ইউরোপের মানুষেরা "কেন্তুম" শাখায় কথা বলতো। যখন ভারতবর্ষে "শতম" শাখায় কথা বলা হতো, তখন ভারত বর্ষ একটি দেশ ছিল না, ভারতবর্ষ তখন একটি উপমহাদেশ ছিল। ভারতে অনেকগুলি জাতি থাকায় তারা আলাদা আলাদা ভাষায় কথা বলতো। যেমন আরবের জাতিরা "আরবীয়" ভাষায়, মিশরীরা "মিশরীয়" ভাষায় কথা বলতো, যারা ইরানের ছিল তারা "ইরানীয় ভাষায় কথা বলতো, ভারতীয়রা কথা বলতো "ভারতীয়" ভাষায়। ভারত অনেকটা বড় ছিল। তখন অন্য একটা দিক থেকে, একটি জাতি আসলো যা ভারত কে শাসন করতে লাগলো । সে জাতির নাম "আর্য"। আর্যদের শাসন করা কালীন, ভারতীয় আর্য ভাষা শিখে নিল। তখন ভাষাটি হয়ে গেল "ভারতীয়আর্য" ভাষা। ভারতীয় আর্যভাষা টি ভারতে ভাষার একটি রূপ। তখন সবাই "ভারতীয়আর্য" ভাষার কথা বলতে শুরু করে দিল।
পরবর্তীতে কথা বলা এবং লেখা দুটো আলাদা হয়ে গেল। অঞ্চল ভিত্তিতে যে ভাষায় কথা বলা হত তাকে তাকে মুখের ভাষা বলা হয়, বইয়ের ভাষায় যাকে বলে "প্রাকৃত" ভাষা। মানুষ যে ভাষায় লিখিত অর্থাৎ লিখিত ভাষার নাম ছিল "সংস্কৃত"। মুখের ভাষা অর্থ প্রাকৃত ভাষা কে আবার দুই ভাগে ভাগ করা হলো গৌড় অঞ্চলের যে ভাষায় কথা বলা হত তাকে বলা হল "গৌড়ীয় প্রাকৃত" এবং মগধ নামে যে এলাকা ছিল তারা যে ভাষায় কথা বলতো সেটির নাম ছিল "মাগধী প্রাকৃত"। সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে "মাগধী প্রাকৃত" থেকে দশম শতাব্দীতে। "গৌড়ীয় প্রাকৃত" থেকে বাংলা ভাষায় এসেছে সপ্তম শতাব্দীতে, এটি বলেছেন ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ । বাংলা ব্যাকরণে সুনীতিকুমারের কথাকে কে বেশি প্রাধান্য দেওয়া হয়।
সুনীতিকুমারের মতে "মাগধী প্রাকৃত" হোক বা মোহাম্মদ শহীদুল্লাহর মতে "গৌড়ীয় প্রাকৃত" একসময় এই ভাষাটি বিকৃতি হয়ে যায়। ভাষা যখন ব্যর্থ হয় তখন সেটাকে বলা হয় "অপভ্রংশ"। এই বিকৃতি ভাষা থেকে সরাসরি একটি ভাষার উৎপন্ন হয় "বঙ্গকামরূপী"। "বঙ্গকামরূপী" যেটি "অপভ্রংশের" একটি রূপ। এখান থেকে সরাসরি কিছু ভাষা তৈরি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা, এরমধ্যে আবার আছে অসমীয়া যেটা বর্তমানে আসামের ভাষা, আরো আছে উড়িয়া ভাষা যেটা উড়িষ্যাতে কথা বলা হয়।

BENGALI HONOURS SUGGESTIONS 

1ST SEMESTER

1ST PAPER

UNIVERSITY OF KALYANI


FULL MARKS:- 5/10 

১: চর্যাপদের কাব্যমূল্য বিচার করে এর গুরুত্ব বুঝিয়ে দাও?

 ২: চর্যাপদের মধ্যে বাংলাদেশের সমাজ জীবনের কি পরিচয় পাওয়া যায় লেখ? 

৩: বাংলার সমাজে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা কর?

 ৪: চর্যাপদের ভাষাকে আলো আঁধারী ভাষা বলা হয় কেন ব্যাখ্যা কর?

 ৫: বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা কর? 

৬: বরু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে আখ্যান কাব্য বলার কারণ আলোচনা কর?

৭: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য কাব্যমূল্য ঐতিহাসিক গুরুত্ব বিচার করো? 

৮: কৃত্তিবাসী রামায়ণ বা কাশীদাসী মহাভারতের মত জনপ্রিয় হয়নি কেন বুঝিয়ে দাও?

৯: কৃত্তিবাসের রামায়ণ নিচ্ছক অনুবাদ সাহিত্য কিনা আলোচনা কর এই সূত্রে তার রামায়নের মৌলিক দিকগুলি দেখা? 

১০: কাশীরাম দাসের মহাভারত জনপ্রিয় আলোচনা কর? 

১১: চৈতন্য ভগবত গ্রন্থটির গুরুত্ব কতটা সে বিষয়ে তোমার মতামত দাও? 

১২: বাংলার সমাজ ও সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব ও গুরুত্ব আলোচনা কর? 

১৩: বাংলাদেশ মঙ্গলকাব্য উদ্ভবের কারণগুলি লিপিবদ্ধ করো?

 ১৪: চন্ডীমঙ্গল কাব্য রচনা কবি মুকুন্দ চক্রবর্তী প্রতিভা বিচার কর? 

১৫: নারায়ন দেবের কাব্য প্রতিভা বিচার কর? 

১৬: ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে ধর্মমঙ্গল কাব্য ধারার একজন শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা কর? ১৭: মনসামঙ্গলের রচনায় বিজয় গুপ্তের কবি কৃতিত্ব আলোচনা কর?

 ১৮: শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো? 

১৯: বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বৈলক কাজী সৈয়দ আলাওয়ালের গুরুত্ব নিরূপণ করো? 

২০:কোন ভাষা থেকে বাংলা ভাষা আইপিএ তে রুপান্তরের নিয়ম গুলি লেখ?

২১: প্রাচীন বাংলা ভাষার নির্দেশন ও কাল পর্ব লিখে চারটি ধনী তাত্ত্বিক বৈশিষ্ট্ লেখ?

২২: বাংলা লিপি উদ্ভবের বিষয়গুলি লেখচিত্র সহ বুঝিয়ে দাও!

 ২৩: সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা সেই বিষয়ে তোমার মত�

DOWNLOAD

FULL MARKS:-2

1। বাংলা সার্থক সংগীতের সূত্রপাত হয়েছিল কোন রচনা থেকে সেটি কবে প্রকাশিত হয়েছিল?
2।1342 সালে কোন সম্রাট বাংলার সিংহাসনে বসেছিলেন এই সম্রাটের উত্তর সুরিরা কত বছর বাংলা রাজত্ব করেছিলেন?
 3। প্রাকচৈতন্য যুগের কয়টি উপশাখা ছিল? সেগুলো কি কি?
 4। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আসল নাম কি শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কারের পর বাংলা সাহিত্যে কোন সমস্যা সৃষ্টি হয়েছিল? 5।"পঞ্চগড় চাপিয়া গড়েশ্বর রাজা। গড়েশ্বর পূজা কোলে গুণের হয় পূজা।"-কোন কবি গনেশ্বরে উদ্দেশ্যে লিখেছিলেন তার লেখা গ্রন্থটির প্রকৃত নাম লেখো
6। গরেশ্বর নাম দিলে গুনরাজ খান।_এখানে গুনরাজ খান তার লেখা গ্রন্থটির নাম লেখ.
7। আলো মঞ্চি জানো না জানো না। পদ টি কে লিখেছিলেন পেয়েছেন কোন ধরনের পদ রচনা করে। 
8। কোন জীবনী কাব্যে (মধ্যযুগ) বাংলাদেশের সমাজচিত্র ধরা পড়েছিল এটি কে লিখেছেন.
9। মধ্যযুগের যাবতীয় আখ্যান কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
 10। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ও শ্রেষ্ঠ কবির নাম লেখ?
11। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়টি অযোগবাহ বর্ণ ছিল সেগুলো কি কি? 
12। বাংলা ভাষার জন্ম হয়েছিল গৌড়ীয় অপভংশ থেকে কথাগুলি কে বলেছিলেন??
 13। খন্ডিত শব্দের ব্যবহার বাংলা ভাষার কোন পর্বে লক্ষ্য করা যায় দুটি উদাহরণ দাও।
 14। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি সেগুলো কি কি?
 15। কোন গ্রন্থে প্রথম বাংলা সংখ্যার মুদ্রিত রূপ পাওয়া গেছে।

  

উপভাষা কাকে বলে? কয় প্রকার ও কি কি?? তাদের সীমানা নির্ধারণ কর।

ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ

বাংলা ভাষা ও সাহিত্য 1st semester 1 ও 2 paper suggetion 

পারিভাষিক শব্দ কি বা কাকে বলে | পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা ও পরিভাষা তালিকা

 NCF-2005 FOR PRIMARY TET

ধ্বনি পরিবর্তনের রীতি | dhoni poribortoner riti mcq|primary TET

ভারতীয় ভাষা পরিষদ l Bhartiya -arya Bhasha

জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর । rabindra nath tagor jibon sriti 

বরেন্দ্রী উপভাষার অঞ্চল বা এলাকা উল্লেখ করে এই উপভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।

বেকারত্ব কি? এর কারণ , দারিদ্র্যের সংজ্ঞা দাও,  কারণ , ব্যক্তিগত ও গােষ্ঠীগত জীবনে সংস্কৃতির প্রভাব , সংস্কৃতি কি

B.A. (Hons.) Bengali, Bachelor of Arts Honours in Bengali, Syllabu…

WB TET Preparation Tips 2023, Study Material

Philosophy Short Essay Questions | My Best Writer


facebook
youtube




कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com

Featured Post

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्याकरण

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्य...