BENGALI HONOURS
1ST SEMESTER
1ST PAPER
UNIVERSITY OF KALYANI
FULL MARKS:- 5/10
১: চর্যাপদের কাব্যমূল্য বিচার করে এর গুরুত্ব বুঝিয়ে দাও?
২: চর্যাপদের মধ্যে বাংলাদেশের সমাজ জীবনের কি পরিচয় পাওয়া যায় লেখ?
৩: বাংলার সমাজে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা কর?
৪: চর্যাপদের ভাষাকে আলো আঁধারী ভাষা বলা হয় কেন ব্যাখ্যা কর?
৫: বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা কর?
৬: বরু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে আখ্যান কাব্য বলার কারণ আলোচনা কর?
৭: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য কাব্যমূল্য ঐতিহাসিক গুরুত্ব বিচার করো?
৮: কৃত্তিবাসী রামায়ণ বা কাশীদাসী মহাভারতের মত জনপ্রিয় হয়নি কেন বুঝিয়ে দাও?
৯: কৃত্তিবাসের রামায়ণ নিচ্ছক অনুবাদ সাহিত্য কিনা আলোচনা কর এই সূত্রে তার রামায়নের মৌলিক দিকগুলি দেখা?
১০: কাশীরাম দাসের মহাভারত জনপ্রিয় আলোচনা কর?
১১: চৈতন্য ভগবত গ্রন্থটির গুরুত্ব কতটা সে বিষয়ে তোমার মতামত দাও?
১২: বাংলার সমাজ ও সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব ও গুরুত্ব আলোচনা কর?
১৩: বাংলাদেশ মঙ্গলকাব্য উদ্ভবের কারণগুলি লিপিবদ্ধ করো?
১৪: চন্ডীমঙ্গল কাব্য রচনা কবি মুকুন্দ চক্রবর্তী প্রতিভা বিচার কর?
১৫: নারায়ন দেবের কাব্য প্রতিভা বিচার কর?
১৬: ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে ধর্মমঙ্গল কাব্য ধারার একজন শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা কর? ১৭: মনসামঙ্গলের রচনায় বিজয় গুপ্তের কবি কৃতিত্ব আলোচনা কর?
১৮: শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব আলোচনা করো?
১৯: বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বৈলক কাজী সৈয়দ আলাওয়ালের গুরুত্ব নিরূপণ করো?
২০:কোন ভাষা থেকে বাংলা ভাষা আইপিএ তে রুপান্তরের নিয়ম গুলি লেখ?
২১: প্রাচীন বাংলা ভাষার নির্দেশন ও কাল পর্ব লিখে চারটি ধনী তাত্ত্বিক বৈশিষ্ট্ লেখ?
২২: বাংলা লিপি উদ্ভবের বিষয়গুলি লেখচিত্র সহ বুঝিয়ে দাও!
২৩: সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা সেই বিষয়ে তোমার মত�
FULL MARKS:-2
-----------------------------------------------------------------------------------------------------------------------------
BENGALI HONOURS
1ST SEMESTER
2ND PAPER
UNIVERSITY OF KALYANI
FULL MARKS:- 5/10
1.বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম কেরির অবদান।
2. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
3. বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো।
4. বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা ও অবদান আলোচনা করো।
5. যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্ত আলোচনা করো।
6. বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো।
7.বাংলা নাট্য সাহিত্যের ইতিাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো।
8. কথাসাহিত্য বা উপন্যাসের ইতিহাসে মানিক বন্দোপাধ্যায়য়ের অবদান আলোচনা করো।
9.আধুনিক বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো।
10.বাংলা সাহিত্যে রাজশেখর বসুর অবদান আলোচনা করো।
11.বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে মন্মথ রায়ের কৃতিত্ব ও অবদান আলোচনা করো।
12.বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো।
13. বঙ্গদর্শন পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় ও গুরুত্ব লিখো।
14.বাংলা সাহিত্যের ইতিহাসে বা বাংলা গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো।
15.বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের অবদান আলোচনা করো।
16.রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটক ও রূপক সাংকেতিক নাটক গুলির পরিচয় দাও।
17. ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
18.বাংলা উপন্যাস বা কথাসাহিত্যের ইতিহাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
19.কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
20.বাংলা সাহিত্যের ইতিহাসে সতীনাথ ভাদুড়ীর অবদান আলোচনা করো।
21.বাংলা কাব্য সাহিত্যে কবি সুধীন্দ্রনাথ দত্তের অবদান আলোচনা করো।
22.বাংলা ছোটগল্পে প্রভাত কুমার মুখোপাধ্যয়ের প্রতিভা ও কৃতিত্ব আলোচনা করো।
উপভাষা কাকে বলে? কয় প্রকার ও কি কি?? তাদের সীমানা নির্ধারণ কর।
ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ
বাংলা ভাষা ও সাহিত্য 1st semester 1 ও 2 paper suggetion
পারিভাষিক শব্দ কি বা কাকে বলে | পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা ও পরিভাষা তালিকা
ধ্বনি পরিবর্তনের রীতি | dhoni poribortoner riti mcq|primary TET
ভারতীয় ভাষা পরিষদ l Bhartiya -arya Bhasha
জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর । rabindra nath tagor jibon sriti
বরেন্দ্রী উপভাষার অঞ্চল বা এলাকা উল্লেখ করে এই উপভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।
B.A. (Hons.) Bengali, Bachelor of Arts Honours in Bengali, Syllabu…
WB TET Preparation Tips 2023, Study Material
Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com