शुक्रवार, 6 जनवरी 2023

প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য গুলো আলোচনা কর।

 www.studycare0365.blogspot.com 


 প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর পার্থক্য গুলো আলোচনা কর।


প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর পার্থক্য :-

. ধারণার ভিত্তিতে : -

প্রাথমিক গোষ্ঠী বলতে মুখোমুখি , প্রত্যক্ষ গভীর সম্পর্ক এবং সাহচর্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গোষ্ঠীকে বোঝায়।

অন্যদিকে গৌণ গোষ্ঠী হল প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা পরোক্ষ , বাহ্যিক , চুক্তিনির্ভর ব্যাপ্তিহীন সম্পর্কযুক্ত গোষ্ঠীকে বোঝায়।

. উদাহরণ :-

প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হল - পরিবার , অভ্যন্তরীণ গোষ্ঠী , খেলার দল - ইত্যাদি।

অন্যদিকে গৌণ গোষ্ঠীর উদাহরণ হল - রাজনৈতিক দল , রাষ্ট্র - ইত্যাদি।

. উৎপত্তি :-

প্রাথমিক গোষ্ঠী স্বতঃপ্রণোদিত বা স্বেচ্ছাপ্রণোদিতভাবে তৈরী হয়।

অন্যদিকে , গৌণ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরী হয়।

. আকার :-

প্রাথমিক গোষ্ঠী আকারে ছোট হয়। গোষ্ঠীর আকার যত ছোট হয় , পারস্পরিক সম্পর্ক তত দৃঢ় হয়।

অন্যদিকে , গৌণ গোষ্ঠী আকারে খুব বড় হয়। এমনও গোষ্ঠী আছে যারা সারা পৃথিবীজুড়ে থাকতে পারে।

. সদস্যদের পারস্পরিক সম্পর্ক :-

প্রাথমিক গোষ্ঠী গড়ে ওঠে প্রাথমিক সম্পর্কের ওপর ভিত্তি করে। এই প্রাথমিক সম্পর্ক হল মুখোমুখি , অন্তরঙ্গ , ব্যক্তিগত , একাত্মতাপূর্ণ।

অন্যদিকে , গৌণ গোষ্ঠীতে গৌণ সম্পর্কের প্রাধান্য দেখা যায়। জাতীয় সম্পর্ক পরোক্ষ , বাহ্যিক , চুক্তিনির্ভর হয়ে থাকে।

. স্থায়িত্ব :-

প্রাথমিক গোষ্ঠী অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী।

অন্যদিকে , গৌণ গোষ্ঠীগুলি সাধারণতঃ স্বল্পস্থায়ী বা অস্থায়ী। এজাতীয় গোষ্ঠীর স্থায়িত্ব মূলত উদ্দেশ্যের প্রকৃতি ব্যাপকতার ওপর নির্ভরশীল।

. দৈহিক নৈকট্য :-

প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে দৈহিক নৈকট্যের বিষয়টি অপরিহার্য বলে বিবেচিত হয়। দৈহিক নৈকট্য না থাকলে মুখোমুখি সম্পর্ক তৈরী হয়না।

অন্যদিকে , দৈহিক নৈকট্যের বিষয়টি গৌণ গোষ্ঠীতে প্রয়োজনীয় হলেও অপরিহার্য নয়। তাছাড়া , বৃহদায়তন গৌণ গোষ্ঠীতে দৈহিক নৈকট্যের বিষয়টি সবসময় সম্ভবও নয়।

. ভৌগোলিক ব্যাপ্তি :-

প্রাথমিক গোষ্ঠীর সদস্যগণ নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রের বাসিন্দা হয়ে থাকেন।

কিন্তু , গৌণ গোষ্ঠীর সদস্যগণ অপেক্ষাকৃত বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন।

. সহযোগিতার প্রকৃতি :-

প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সহযোগিতা দেখা যায় , তা মূলত প্রত্যক্ষ প্রকৃতির। যেমন , সন্তানের প্রতি মায়ের সহযোগিতা।

অন্যদিকে , গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যেকার সহযোগিতা মূলত পরোক্ষ প্রকৃতির। যেমন - দূরে থাকা কোনো সদস্যের শুধুমাত্র বাৎসরিক চাঁদা প্রদান করে যে সহযোগিতা করা হয়।

১০. সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি নিয়ন্ত্রণের মাধ্যম :-

প্রাথমিক গোষ্ঠীর সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি মূলত অবিধিবদ্ধ। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে মূল্যবোধ , লোকাচার , লোকনীতি , নৈতিক অনুশাসন , জনমত - প্রভৃতিকে ব্যবহার করা হয়।

অন্যদিকে , গৌণ গোষ্ঠীর সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি বিধিবদ্ধ। এসব ক্ষেত্রে বেশিরভাগ নিয়মকানুন আইন আকারে লিখিত থাকে। নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে তাই আইন , পুলিশ , বলপ্রয়োগ প্রভৃতি হয়ে থাকে।

১১. সদস্যপদ :-

প্রাথমিক গোষ্ঠীর সদস্যপদ মোটামুটি বাধ্যতামূলক। যেমন , প্রতিটি ব্যক্তি নিজের অজান্তেই জন্মসূত্রে তার পরিবারের সদস্যপদ লাভ করে থাকে।

অন্যদিকে , গৌণ গোষ্ঠীর সদস্যপদ ব্যক্তির ইচ্ছানির্ভর। সাধারণত , ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো গৌণ গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করতে বাধ্য করা যায়না। তবে , ব্যতিক্রম হিসেবে বলা যায় , রাষ্ট্র একটি গৌণ গোষ্ঠী হওয়া স্বত্তেও তার সদস্যপদ গ্রহণ ব্যক্তির পক্ষে বাধ্যতামূলক।

১২. গোষ্ঠীস্বার্থ :-

প্রাথমিক গোষ্ঠীর গোষ্ঠীস্বার্থ সাধারণ  মোটামুটি জীবনের বেশিরভাগ প্রয়োজনগুলি প্রাথমিক গোষ্ঠীর মাধ্যমেই মিটে যায়।

অন্যদিকে , কোনো বিশেষ স্বার্থকে কেন্দ্র করে গৌণ গোষ্ঠী গড়ে ওঠে। তাই একে বিশেষ স্বার্থ গোষ্ঠী বলা হয়।

১৩. সদস্যদের মধ্যে যোগাযোগ :-

প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা দৈহিকভাবে কাছাকাছি থাকার ফলে তাদের মধ্যে যোগাযোগের বিষয়টি সরাসরি বা মুখোমুখি হয়ে থাকে।

অন্যদিকে , গৌণ গোষ্ঠীর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য এদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে ডাক , রেডিও , দূরদর্শন , সংবাদপত্র , টেলিফোন , সংবাদমাধ্যম - ইত্যাদি গণমাধ্যমগুলি।

১৪. গোষ্ঠীর কাঠামো :-

প্রাথমিক গোষ্ঠীর তেমন কোনো সাংগঠনিক কাঠামো নেই। তাই এটি অসংগঠিত অবিধিবদ্ধ গোষ্ঠী।

অন্যদিকে , গৌণ গোষ্ঠী অপেক্ষাকৃত সংগঠিত বিধিবদ্ধ।

১৫. ব্যক্তিত্বের ওপর প্রভাব :-

ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে প্রাথমিক গোষ্ঠীর ভুমিকা অনস্বীকার্য অপরিহার্য।

কিন্তু গৌণ গোষ্ঠীর প্রভাব ব্যক্তিত্বের ওপর ততটা ক্রিয়াশীল নয়।

১৬. সামাজিকীকরণের ক্ষেত্রে ভূমিকা :-

ব্যক্তি সমাজের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা সামাজিকীকরণের ক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে গৌণ গোষ্ঠীগুলির ভূমিকা অত্যন্ত নগন্য।

১৭. প্রাধান্য গুরুত্ব :-

প্রাথমিক গোষ্ঠীসমূহের প্রাধান্য সবচেয়ে বেশি সরল , গ্রামীণ , কৃষিভিত্তিক সমাজে।

অন্যদিকে , গৌণগোষ্ঠী সমূহের প্রাধান্য খুব বেশি জটিল , নগরকেন্দ্রিক , শিল্পভিত্তিক আধুনিক সমাজে।

১৮. সংখ্যা :-

প্রাথমিক গোষ্ঠীগুলি সংখ্যায় বেশ কম।

কিন্তু গৌণ গোষ্ঠীগুলি সংখ্যায় অগণিত বহুবিধ।

১৯. বিভিন্ন নাম :-

জিসবার্ট প্রাথমিক গোষ্ঠীকে মুখোমুখি গোষ্ঠী  বলেছেন।

অন্যদিকে C.H. Cooley গৌণ গোষ্ঠীগুলিকে '' অন্যান্য গোষ্ঠী '' বলেছেন।

                     প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর পার্থক্য :- প্রাথমিক গোষ্ঠী বলতে মুখোমুখি , প্রত্যক্ষ গভীর সম্পর্ক এবং সাহচর্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গোষ্ঠীকে বোঝায়। অন্যদিকে গৌণ গোষ্ঠী হল প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা পরোক্ষ , বাহ্যিক , চুক্তিনির্ভর ব্যাপ্তিহীন সম্পর্কযুক্ত গোষ্ঠীকে বোঝায়


MORE RELATED POSTS

উপভাষা কাকে বলে? কয় প্রকার ও কি কি?? তাদের সীমানা নির্ধারণ কর।

ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ

বাংলা ভাষা ও সাহিত্য 1st semester 1 ও 2 paper suggetion 

পারিভাষিক শব্দ কি বা কাকে বলে | পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা ও পরিভাষা তালিকা

 NCF-2005 FOR PRIMARY TET

ধ্বনি পরিবর্তনের রীতি | dhoni poribortoner riti mcq|primary TET

ভারতীয় ভাষা পরিষদ l Bhartiya -arya Bhasha

জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর । rabindra nath tagor jibon sriti 

বরেন্দ্রী উপভাষার অঞ্চল বা এলাকা উল্লেখ করে এই উপভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।

বেকারত্ব কি? এর কারণ , দারিদ্র্যের সংজ্ঞা দাও,  কারণ , ব্যক্তিগত ও গােষ্ঠীগত জীবনে সংস্কৃতির প্রভাব , সংস্কৃতি কি

সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা , বৈশিষ্ট ও গুরুত্ব

প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য গুলো আলোচনা কর।

সামাজিকীকরণ কি l samajikikoron ki সামাজিকীকরণ কি l samajikikoron ki l সামাজিকীকরণে পরিবারের ভূমিকা 

prathomik ghostir songa o boisisto in bengali l প্রাথমিক গোষ্ঠীর ধারণা , বৈশিষ্ট ও গুরুত্ব।

সামাজিক পরিবর্তন কাকে বলেসামাজিক পরিবর্তনের উপাদানসমূহ আলোচনা করো।

সামাজিক স্তরবিন্যাস কী? সামাজিক স্তরবিন্যাসের ধরন কী কী?

সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলােচনা কর।

বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী? 'বর্ণ' ও ‘জাতি'-র ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

B.A. (Hons.) Bengali, Bachelor of Arts Honours in Bengali, Syllabu…

WB TET Preparation Tips 2023, Study Material

Philosophy Short Essay Questions | My Best Writer


Videos: -

Videosহাট্টিমাটিম টিম - Hattimatim Tim and more | Bengali Rhymes Collection -1

badam badam kacha badam

করোনা l coronavirus l সময়ে বিদ্যালয়ের অবস্থা । পার্ট-1

করোনা l coronavirus l সময়ে বিদ্যালয়ের অবস্থা । পার্ট -2

আমাদের পেজে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, এই ভাবে আমাদের পেজে আসুন আর সাহিত্য ও ভাষা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও তত্ব পেয়ে যান ।আমাদের সাথে যুক্ত হতে আমাদের ওয়েব সাইট ফলো করুন এবং নিয়মিত ভিসিট করুন। 

আপনার মতামত দিতে চাইলে ইমেল করুন:-
kajemshaikh0365@gmail.com
অথবা , ভিজিট করুন  আমাদের পেজ:-

Classes
Mock Tests
Crack Exams

Website Links click here
Terms & Conditions Privacy Policy
STUDY CARE 
Whatsapp Ask a Doubt

Studycare0365.blogspot.com

Jangipur,Murshidabad

West Bengal, 742213

Call +91 7908497874

Kajemshaikh0365@gmail.com

Site Links

 About Us

• Contact Us

• Disclaimer

• Privacy Policy

• Terms and Conditions

Top Exams

• SSC Exams

• UPSC Exams

• Teaching Jobs

• Railway Exams

• Banking Exams

• Defence Exams

Follow Us

कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com

Featured Post

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्याकरण

सामान्य हिंदी की तैयारी Samanya Gyan लुसेंट सामान्य हिंदी PDF सामान्य हिंदी के 51 महत्वपूर्ण प्रश्न Samanya Gyan ke prashn सामान्य हिंदी व्य...