অভিভাবক সভায় শিক্ষকের বক্তব্য gaurdian meeting speech / best speech for meeting/ best speech for you #speech
অভিভাবক সভায় শিক্ষকের বক্তব্য:-
১) ভূমিকা 🔴
“আজকের অভিভাবক সভায় উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক শিক্ষিকা গণ। এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের প্রায় সকল শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকা। সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্ম ও জাতির প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
২) সভার কারন 🔴
আপনারা সবাই অবগত আছেন প্রত্যেক বছর আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের স্বার্থে এবং ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের শিক্ষণ প্রক্রিয়ার ভালো মন্দ বিচার, শিক্ষায় উন্নতি সাধন করতে, সর্বোপরি আর কি কি বিষয় সংযোজন বা বিয়োজন করা যায়, সেই সকল বিষয়ে অভিভাবকদের মতামত দেওয়া ও নেওয়ার উদ্দেশ্যে এই অভিভাবক সভার আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের দিনে এই ঐতিহাসিক অভিভাবক সভার আয়োজন করা হয়েছে। আপনাদের সকল ব্যস্ততার মধ্যে আমাদের এই অভিভাবক সভায় অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।
৩) সভার বিষয় 🔴
আমি আপনাদের মধ্যে আজকের সভার কিছু বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব।
একজন শিক্ষার্থী কে ভালোভাবে গড়ে তোলার জন্য তিনটি দিক বা বিষয় খুব গুরুত্বপূর্ণ । আর সেগুলি হলো ----
১) বিদ্যালয়,
২) শিক্ষক ও
৩) অভিভাবক ।
১) বিদ্যালয়:-
একজন শিক্ষার্থী কে শিক্ষিত করে তোলার জন্য শুধু বই আর বই চাপিয়ে দিলে হবে না। তার জন্য প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো যুক্ত, শিক্ষা গ্রহণের যুগ উপয়োগী একটা বিদ্যালয়। যেখানে ছাত্র ছাত্রীরা মুক্ত পরিবেশে স্বাধীন ভাবে শিক্ষা গ্রহনের পাশাপাশি নিজের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে পারবে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন ।
২) শিক্ষক:-
একজন শিক্ষর্থীর সফলতার পিছনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা অপরিসীম। শিক্ষা দানের মুল চাবি একজন শিক্ষক বা শিক্ষিকা। তিনি তার কঠোর পরিশ্রম করে অর্জিত জ্ঞান ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরণ করেন, পড়া শুনার পাশাপাশি বিতরণ করে থাকেন শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা, যা এক জন ছাত্ৰ বা ছাত্রীর মেধার বিকাশে সাহায্য করে। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি । তিনারা আপনাদের সামনেই উপস্থিত।
৩) অভিভাবক:-
বিদ্যালয় ঠিক ঠাক আছে, শিক্ষক শিক্ষিকা ও ঠিক ঠাক আছে। সব কিছুই চাঙ্গাসী। কিন্তু কিন্তু অভিভাবক? ?? এটাও কিন্তু শিক্ষার একটা অঙ্গ, শুধু অঙ্গ বললে ভুল হবে, প্রধান অঙ্গ। তাহলে প্রধান অঙ্গ যদি ঠিক ঠাক না কাজ করে তবে কিভাবে আমি বা আমরা কোন কাজ সম্পূর্ন করবো ?? তাই অভিভাবকদের বলবো আপনারা সজাগ থাকুন।
৪) অভিভাবক ও শিক্ষকের মিল 🔴
আপনি একজন অভিভাবক হিসেবে সন্তানের যথাযথ পড়াশোনার বিষয়ে সিরিয়াস। কিন্তু বিদ্যালয় বা শিক্ষক এ বিষয়ে সিরিয়াস না। তাহলে কিন্তু সেই শিক্ষার্থী কখনো ভালো ছাত্র হতে পারবে না।
আবার দেখা যায় শিক্ষার্থীর পড়াশোনার বিষয়ে শিক্ষক যদি সিরিয়াস হয়। তাহলে অনেক ক্ষেত্রে অভিভাবক সিরিয়াস হয় না। সেক্ষেত্রেও কিন্তু একজন শিক্ষার্থী ভালো স্টুডেন্ট হতে পারবেনা। এই কারণে শিক্ষক ও অভিভাবকের দুজনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
৫) সময় :- 🔴
আমরা শুধু একজন শিক্ষার্থীকে ২৪ ঘন্টার মধ্যে কম বেশি ৭ থেকে ৮ ঘন্টা দেখাশোনা করতে পারি। কিন্তু বাকি ১৬ - ১৭ ঘন্টা কিন্তু সে বাড়িতেই থাকে। এই কারণে বিদ্যালয়ের চেয়ে শিক্ষার্থী বাড়িতে কিন্তু বেশি সময় পাচ্ছে। তাই শিক্ষার্থীকে বাড়িতে পড়ার বিষয়ে প্রত্যেক অভিভাবককে জোরদার চাপ দিতে হবে। এখন ধরুন আমি বিদ্যালয়ে সকল পড়া ঠিকঠাক ভাবে দিয়ে দিলাম। কিন্তু বাড়িতে গিয়ে সে খেলাধুলা, টিভি দেখা ও মোবাইল ফোন ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তাহলে কখনোই সেই শিক্ষার্থী সফল হতে পারবে না।
৬) বর্তমানের সাথে মিল 🔴
বর্তমান সময়ের কোন অভিভাবক আপনার সন্তানের হাতে কখনই স্মার্টফোন দিবেন না। কারণ এখন প্রায় অধিকাংশ শিক্ষার্থী মোবাইল গেমে আসক্ত থাকে। একটি গবেষণায় দেখা গেছে , ঘন্টার পর ঘন্টা গেম খেলার পর, তারা পড়া করার সময় পাইনা, ফলে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। বিশেষ করে ছেলেদের মধ্যে গেম খেলার আসক্তি অনেক বেশি থাকে। এই কারণে যে সকল অভিভাবক আপনার সন্তানকে স্মার্ট ফোন দিয়েছেন, উনাদের বলবো আজকে বাড়িতে গিয়ে স্মার্ট ফোন আপনার কাছে নিয়ে নেবেন। তাহলেই তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। আর যদি স্মার্টফোন আপনার সন্তানের কাছে রেখে দেন। তাহলে তার ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার।
৭) অভিভোবকদের পরামর্শ প্রদান 🔴
ক) প্রত্যেক অভিভাবক কে বলব আপনার সন্তানকে সময় দিন। দেখা যায় এমন অনেক অভিভাবক আছে অভিভাবক সভায় উপস্থিত থাকেন না। একজন অভিভাবক যদি অভিভাবক সভায় উপস্থিত না থাকে। তাহলে তার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে আপনারাই বলুন। বর্তমান সময়ে দেখা যায়, আমরা বেশির ভাগ অভিভাবক ছেলে মেয়েদের সঠিকভাবে সময় দিই না। নিজেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আপনাকে অবশ্যই এই বদ অভ্যাস ছারতে করতে হবে।
খ) আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। তার বিদ্যালয়ে কি পড়া দেওয়া আছে সেই পড়াগুলো নিয়ে আপনি আলোচনা করুন। সন্তানের হাতে স্মার্টফোন না দিয়ে বিকেল বেলায় তার সাথে ঘুরতে যান বা খেলাধুলা করুন। তাহলে দেখবেন আপনার সন্তানের মোবাইল আসক্তি অনেকটা কমে যাবে।
গ) এর পাশাপাশি আপনি সপ্তাহে একদিন বিদ্যালয়ে এসে আপনার বাচ্চার শ্রেণীর সকল স্যারের সাথে কথা বলুন। যে আপনার সন্তান নিয়মিত বাড়ির কাজ করছে কিনা। সে নিয়মিত পড়ালেখা করে কিনা এটা জানা কিন্তু জরুরী। এই কারণে সপ্তাহে একদিন আপনি বিদ্যালয় এসে ঘুরে যান। তারপর সেই অনুযায়ী আপনার সন্তানকে পড়ার চাপ দিতে থাকবেন। তাহলে দেখবেন সে একদিন ভালো শিক্ষার্থী হয়ে যাবে। আর এক সময় নিজেই পড়ার জন্য সময় বের করতে শুরু করবে।
৮) উপস্ংহার 🔴
সময় স্বল্পতার কারণে বক্তব্য বাড়াতে পারছি না। আমার সংক্ষিপ্ত বক্তব্য মোটামুটি এখানে শেষ করছি। বক্তব্যের শেষে আবারো বলতে চাই আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন এবং তার যদি মোবাইল ফোনের নেশা থাকে তাহলে সেটা বন্ধ করে দিন। তাহলে দেখবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমার বক্তব্যের মধ্যে যদি অনিচ্ছা কৃত কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।”
কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অন্যদের জানাতে শেয়ার করবেন । ধন্যবাদ।💜
MORE RELATED POSTS
বাংলা লিপির উদ্ভবের ইতিহাস ও বিকাশ সম্পর্কে আলোচনা
উপভাষা কাকে বলে? কয় প্রকার ও কি কি?? তাদের সীমানা নির্ধারণ কর।
ভাষা কাকে বলে? ভাষার বৈশিষ্ট্য ও অংশ
বাংলা ভাষা ও সাহিত্য 1st semester 1 ও 2 paper suggetion
পারিভাষিক শব্দ কি বা কাকে বলে | পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা ও পরিভাষা তালিকা
ধ্বনি পরিবর্তনের রীতি | dhoni poribortoner riti mcq|primary TET
ভারতীয় ভাষা পরিষদ l Bhartiya -arya Bhasha
জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর । rabindra nath tagor jibon sriti
বরেন্দ্রী উপভাষার অঞ্চল বা এলাকা উল্লেখ করে এই উপভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ।
বাংলা সাহিত্যে উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান
বাংলা শব্দ ভান্ডার কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি? সংক্ষেপে আলোচনা করো ।
EDUCATION
সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা , বৈশিষ্ট ও গুরুত্ব
প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য গুলো আলোচনা কর।
সামাজিকীকরণ কি l samajikikoron ki সামাজিকীকরণ কি l samajikikoron ki l সামাজিকীকরণে পরিবারের ভূমিকা
prathomik ghostir songa o boisisto in bengali l প্রাথমিক গোষ্ঠীর ধারণা , বৈশিষ্ট ও গুরুত্ব।
সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের উপাদানসমূহ আলোচনা করো।
সামাজিক স্তরবিন্যাস কী? সামাজিক স্তরবিন্যাসের ধরন কী কী?
সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলােচনা কর।
বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী? 'বর্ণ' ও ‘জাতি'-র ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
বি এ দর্শন সাধারণ/প্রোগ্রাম সিলেবাস PDF ডাউনলোড I B.A PHILOSOPHY GENERAL/PROGRAMME SYLLABUS PDF DOWNLOAD
B.A. (Hons.) Bengali, Bachelor of Arts Honours in Bengali, Syllabu…
WB TET Preparation Tips 2023, Study Material
Philosophy Short Essay Questions | My Best Writer
Videosহাট্টিমাটিম টিম - Hattimatim Tim and more | Bengali Rhymes Collection -1
করোনা l coronavirus l সময়ে বিদ্যালয়ের অবস্থা । পার্ট-1
করোনা l coronavirus l সময়ে বিদ্যালয়ের অবস্থা । পার্ট -2
Comments
Post a Comment
If you have any doubts, let me know or write us Kajemshaikh0365@gmail.com